
ছবি: সংগৃহিত।
সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জকিগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল বাসিত (৫৫) ইন্তেকাল করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কামালপুর ইবতেদায়ী মাদরাসা মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
আব্দুল বাসিত সিলেটের জকিগঞ্জ উপজেলার জামুরাইল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত বুধবার (১৬ জুলাই) রাত ১২টায় ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।
আজ শুক্রবার (১৮ জুলাই) এক শোকবার্তায় তাঁরা বলেন, 'আব্দুল বাসিত এর মৃত্যুতে সিলেট বিএনপি পরিবার এক ত্যাগী ও একনিষ্ট কর্মীকে হারিয়েছে। যার অভাব অপূরণীয়। আমরা তাঁর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।'
উল্লেখ্য, আব্দুল বাসিত গত কয়েকদিন ধরে হার্টের সমস্যাজনিত রোগে ভূগছিলেন। বুধবার (১৬ জুলাই) রাতে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে হার্টের বাইপাস সার্জারির পর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার তাঁর জানাজায় জকিগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাবেক সভাপতি জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রিপন আহমদ, কাজলশাহ ইউনিয়ন বিএনপির সভাপতি চেরাগ আলী, কাজলশাক ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, বিশিষ্ট আলেম আব্দুর রহিম কামালী, কানাইঘাটের বীরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ স্বপন ও বিশিষ্ট মুরব্বী মাহবুবুর রহমান বাবুল।