বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি-অনিয়ম রোধ করে উন্নত চিকিৎসা সেবা মফস্বল পর্যায়ে পৌঁছে দেবে বিএনপি। একই সঙ্গে জনবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।
শনিবার (১৯ জুলাই) সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়ায় ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি একটি নারীবান্ধব দল। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী দিনেও নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করে যাবে বিএনপি।
তিনি আরও বলেন, ‘গ্রামে গ্রামে গিয়ে নারীদের মধ্যে তারেক রহমানের ৩১ দফা, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনকল্যাণমূলক কর্মসূচি ছড়িয়ে দিতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মকবুল আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ জাকির, সহ-সাধারণ সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক রুমন ইসলাম।
৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেমান আহমদ ও আব্দুল মালিক, সহ-সভাপতি মুহিদ মিয়া ও জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও সাধন মিয়াও সমাবেশে উপস্থিত ছিলেন।