শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7492

surplus

প্রকাশিত

২০ জুলাই ২০২৫ ১৮:৫৬

অন্যান্য

সাইক্লোনে ‘রোগবালাই প্রতিকার’ শীর্ষক আলোচনা সভা

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ ১৮:৫৬

ছবি: সংগৃহিত।

সুস্থ শরীর মানে একটি সুস্থ মন। যখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকি, তখন আমাদের মনও ভালো থাকে। সুখি সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। এজন্য রোগবালাই সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা অনেক ধরনের রোগ বালাই থেকে সহজে মুক্তি পেতে পারি। রোগবালাই-এর প্রতিকার শুধু ঔষধ নয় সচেতনতার মাধ্যমেও রোগবালাইর মোকাবেলা করা সম্ভব।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩১৫ তম সাহিত্য আসরে ‘সাম্প্রতিক সময়ের রোগবালাই ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডা. মো: আব্দুল মজিদ এসব কথা বলেন।

নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গীতিকবি ওমর ফারুকের সভাপতিত্বে শনিবার (১৯ জুলাই) রাতে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সাইক্লোনের সাবেক সভাপতি সেলিম আউয়াল।

আলোচনায় অংশ নেন ছড়াকার জুবের আহমদ সার্জন, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল।

সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাসলিমা খানম বীথি’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক লেখাপাঠে অংশ নেন শিল্পী বাহা উদ্দিন বাহার, কবি কামাল আহমদ, শিব্বির আহমদ,  মুহাম্মদ হোসাইন হামিদ প্রমুখ।