শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7562

surplus

প্রকাশিত

২২ জুলাই ২০২৫ ২১:০৭

অন্যান্য

সিলেট

বিমান দুর্ঘটনা ও জুলাই  অভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ ২১:০৭

সিলেটে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) সিলেট।

সোমবার (২১ জুলাই) বাদ আছর নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিডিএফ-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান।

মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সভাপতি এম এ হান্নান, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি নাজমুল কবির পাভেল, প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সিনিয়র সহসভাপতি মো. দুলাল হোসেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো প্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জালালাবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার মুন্সি ইকবাল, দৈনিক কাজির বাজার-এর সিনিয়র রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দসহ গণমাধ্যম, প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে নিহত হন সাহসী ফটো সাংবাদিক এটিএম তুরাব, যিনি দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। একইদিন রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হলে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। পরদিন, ২২ জুলাই সরকারিভাবে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

দোয়া মাহফিলে এটিএম তুরাবসহ জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এবং বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিছুল হক।

জিডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও শহীদদের স্মরণে এবং মানবিক দুর্যোগে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।