শিরোনাম
কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প: অগ্রগতি তদারকিতে জেলা প্রশাসক নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন: মির্জা ফখরুল কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হাঁস মারার প্রতিবাদ করায় কানাইঘাটে খুন, ঘাতকসহ আটক ২ কানাইঘাট সীমান্তে ভারতীয় আইনশৃংখলা বাহিনীর গুলিতে যুবক নিহত ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন চলছেই

https://www.emjanews.com/

8325

national

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ২২:৩৪

জাতীয়

বিএনপির সম্মেলনে গান গাইলেন 'আওয়ামী লীগের' শিল্পী

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ২২:৩৪

ছবি: সংগৃহিত।

রাজশাহীতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মঞ্চে গান পরিবেশন করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। এ ঘটনায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের মঞ্চে গৌরবের গান পরিবেশনের ঘটনাটি ঘটে।

জানা গেছে, গৌরবের বাড়ি রাজশাহী শহরে, আর শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। তার স্ত্রী সেতু সাবেক প্রতিমন্ত্রী পলকের ফুপাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদ’-এ চাকরি দিয়েছিলেন বলেও জানা গেছে।

গৌরবের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তার অসংখ্য ছবি আছে পলকের সঙ্গে। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর তিনি একটি ছবিতে ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখাসহ আওয়ামী লীগের মনোগ্রাম পোস্ট করেছিলেন।

এছাড়া ২০১৯ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলকের ছবি পোস্ট করে পলককে নিয়ে কবিতা লেখেন। বিভিন্ন অনুষ্ঠানে পলকের পাশে তোলা ছবি ও পলকের শেয়ার করা গৌরবের মিউজিক ভিডিওর স্ক্রিনশটও তার টাইমলাইনে পাওয়া গেছে।

বিএনপির সম্মেলনে গৌরবের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেন সাংবাদিক জসিম উদ্দিন।

তিনি অভিযোগ করেন, গৌরব সাবেক ছাত্রলীগ কর্মী ও কট্টর আওয়ামী লীগ সমর্থক। আওয়ামী লীগের বিভিন্ন সরকারি প্রচারণামূলক অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন এবং পলকের অর্থায়নে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। তার স্ত্রী আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ ও বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।