https://www.emjanews.com/

9735

national

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৮

আপডেট

১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৮

জাতীয়

নতুন দল গঠনের ইঙ্গিত ফজলুর রহমানের

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৮

ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান মুক্তিযোদ্ধাদের পক্ষে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে একটি দল হবে। এই দলটা যদি নির্বাচন করে, ইমরান খানের মতো দাঁড়াবে। প্রতিটি জায়গা থেকে একজন প্রার্থী দাঁড়াবে, ৩০০ ক্যান্ডিডেট হবে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ফজলুর রহমান অভিযোগ করে বলেন, তাকে বলা হয়েছে তিনি এখন বাতিল এবং কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারবেন না। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দলের জন্য জেল খেটেছি, নির্বাসনে থেকেছি, দেশনেত্রী খালেদা জিয়ার নামে ৩০০ বক্তব্য দিয়েছি-যেটা আমি বিশ্ব রেকর্ড বলি। অথচ একটি কথার জন্য আমাকে তিন মাসের জন্য সব কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে।’

তিনি আরও জানান, তারেক রহমান ও বিএনপির ভেতরের চাঁদাবাজি-ধান্দাবাজির বিরুদ্ধে তিনি যেসব বক্তব্য দেন, তা অন্য কেউ বলেন না। এ কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। তবে সম্মেলনের আগে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান তিনি।

বিএনপির সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার নির্দেশে তিনি কিশোরগঞ্জে দল গঠন করেন এবং আহ্বায়ক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি থাকার পরও রক্তাক্ত অবস্থায় সম্মেলনে উপস্থিত হন বলে দাবি করেন।

৭৮ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা বলেন, ‘একজন মানুষের যখন ৬০ বছর হয়ে যায়, তখন প্রতিটি সময় মূল্যবান। আমাকে তিন মাস ঘরে বসিয়ে রাখা হয়েছে। চাইলে সম্মেলনের আগে স্থগিতাদেশ তুলে নিতে পারে, কিন্তু সেটা করবে না।’

ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি সাসপেনশন না তুলে নেয়, তাহলে সামনে আমার দুটি পথ-রাজনীতি ছেড়ে দেওয়া অথবা ভিন্ন পথে রাজনীতি করা। আমার তো আর জীবনে বেশি সময় নেই। জাতীয় নির্বাচনে অংশ নেওয়া ছিল আমার জীবনের লক্ষ্য।,

তিনি আরও দাবি করেন, বিদেশে থাকা দুই কোটি প্রবাসীর ৯৯ শতাংশই তাকে সমর্থন করবে।