ছবি: সংগৃহীত।
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপিকে পরিকল্পিতভাবে ‘চাঁদাবাজ দল’ হিসেবে প্রচার করা হচ্ছে। অথচ দলটি চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে এবং হাজারো নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তিনি বলেন, শুধু বিএনপিই নয়, জামায়াতেও চাঁদাবাজ রয়েছে, তবে তাদের বিরুদ্ধে কোনো স্বীকারোক্তি নেই।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
রুমিন বলেন, ‘আমরা অস্বীকার করিনি, বরং স্বীকার করেছি। বিএনপির ভেতরে চাঁদাবাজির অভিযোগে প্রায় ৪৫০০ জনকে বহিষ্কার করেছি। তাদের অনেকে আবার জামায়াতে ইসলামে গিয়ে ফুলের মালা পরে বরণও পেয়েছেন-এ খবর গণমাধ্যমে এসেছে। অন্যদিকে জামায়াতও ৬৫০ জনকে বহিষ্কার করেছে। কিন্তু তারা কখনো স্বীকার করবে না যে তাদের দলে চাঁদাবাজ আছে।’
তিনি আরও বলেন, বিএনপি একটি বড় দল, যেখানে নানা শ্রেণির মানুষ ভিড় করে। সবাই মনে করে বিএনপি ক্ষমতায় যাবে, তাই এই দলে ঢোকার প্রবণতা বেশি। এ কারণে বহিষ্কারের সংখ্যাও বেশি। অন্যদিকে জামায়াত দাবি করে তারা সৎ মানুষের শাসন চায়, অথচ তাদের ভেতর থেকেও শত শত চাঁদাবাজ বেরিয়েছে।
শরিয়া আইনের দৃষ্টান্ত টেনে রুমিন বলেন, ‘শরিয়া আইনে অচেনা-অজানা নারীর বিষয়ে যেভাবে অপপ্রচার চলছে, তা অনুমোদিত নয়। অথচ এসব করা হচ্ছে। বিচারহীনতার বহু উদাহরণ আছে।’
বিএনপিকে পরিকল্পিতভাবে টার্গেট করার অভিযোগ এনে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন দিয়ে পুরো বাংলাদেশ বিচার করা যাবে না। বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ দিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে। এক মিথ্যা বারবার বললে মানুষ সেটাই বিশ্বাস করে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফার রাইটদের নিয়ন্ত্রণে। তারা শুধু নিজেদের প্রচারণা চালাচ্ছে না, ছোট ছোট নিউজ পোর্টাল খুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু বিএনপি এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে শক্ত অবস্থান নিতে পারেনি।’
