https://www.emjanews.com/

9764

entertainment

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫

আপডেট

১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৫

বিনোদন

 অমর নায়ক সালমান শাহের জন্মদিন আজ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫

ছবি: সংগৃহীত।

আজ ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ-এর জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী। সালমান ছিলেন পরিবারের বড় ছেলে এবং জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন।

সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে অসংখ্য ভক্তের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তার অভিনয়, স্টাইল এবং ব্যক্তিত্ব আজও চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতিতে জীবন্ত। অভিনয়ের অভিষেক ঘটে ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। মাত্র চার বছরের মধ্যে তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমায় এবং বাংলাদেশি সিনেমায় নতুন ধারা নিয়ে এসেছেন।

তার ফ্যাশন সেন্স ও আধুনিক অভিনয়ের কারণে যুব সমাজের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক আইকন। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে তিনি মৃত্যুবরণ করেন। তার অকালমৃত্যু ঢাকাই সিনেমা অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি করে।

আজ তার জন্মদিনে হাজারও ভক্ত তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এবং তার অবদানের কথা মনে করছেন। সালমান শাহ না থাকলেও তার স্মৃতি ও কাজ তাকে বাংলা সিনেমায় অমর করে রেখেছে।