https://www.emjanews.com/

10237

sports

প্রকাশিত

০৫ অক্টোবর ২০২৫ ১২:৪৫

আপডেট

০৫ অক্টোবর ২০২৫ ১৩:৫৩

খেলাধুলা

বাঁচা-মরার’ ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, আর্জেন্টিনা গ্রুপসেরা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ ১২:৪৫

ছবি: সংগৃহীত।

চিলির সান্তিয়াগোয় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইতিহাসের সবচেয়ে হতাশাজনক অধ্যায় রচনা করল ব্রাজিল।
‘বাঁচা-মরার’ ম্যাচে স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের চ্যাম্পিয়নদের।

শনিবার (৪ অক্টোবর) রাতে সান্তিয়াগোর ন্যাশিওনাল জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। ম্যাচের ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর নিখুঁত শটে এগিয়ে যায় স্পেন-যে গোলটাই শেষ পর্যন্ত নির্ধারণ করে ভাগ্য।

ব্রাজিল চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি। ম্যাচজুড়ে ১৪টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৩টি, যেখানে স্পেনের ছিল ৬টি অন টার্গেট শট। শেষ বাঁশি বাজতেই ব্রাজিলের খেলোয়াড়রা হতাশায় মাঠে লুটিয়ে পড়েন।

এই হারে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।
১৯৭৭ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এটি তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। এর আগে ২০০৭ সালে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ই ছিল তাদের সবচেয়ে খারাপ ফল।

আর্জেন্টিনার উড়ন্ত জয়, গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয়

অন্যদিকে ‘ডি’ গ্রুপে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।
প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেওয়া দলটি ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।
৭৪ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন দিলান গোরোসিতো।

‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার সংগ্রহ ৯ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা ইতালির ৪।
সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপার পথে শক্তিশালী বার্তা দিয়েছে।

 শেষ ষোলো নিশ্চিত করা দলগুলো

‘এ’ গ্রুপ: জাপান, চিলি

‘বি’ গ্রুপ: ইউক্রেন, প্যারাগুয়ে

‘সি’ গ্রুপ: মরক্কো, মেক্সিকো

‘ডি’ গ্রুপ: আর্জেন্টিনা, ইতালি