https://www.emjanews.com/

10426

national

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৫ ১৪:১২

আপডেট

১৩ অক্টোবর ২০২৫ ০১:২০

জাতীয়

আগামী নির্বাচনে পুরনো কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ ১৪:১২

ছবি: সংগৃহীত।

 স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮, ২০২৪) যারা দায়িত্বপালন করেছেন, তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া হবে না। সরকার চেষ্টা করবে, আসন্ন নির্বাচনে সম্ভব হলে নতুন ও নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সেনা কর্মকর্তাদের বিচার আইনি প্রক্রিয়ায় হবে। সেফ এক্সিটের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দেশে থাকি, আমার সন্তানরা দেশে থাকে, আমার সেফ এক্সিটের প্রয়োজন নেই।’

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাঠপর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে।

প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২৮টি ব্যাচে তিন দিন মেয়াদি প্রশিক্ষণ ১৩০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই দুটি ব্যাচের ৬৫ হাজার ৬০০ জন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং বাকি ব্যাচের প্রশিক্ষণ চলমান। সব ব্যাচের প্রশিক্ষণ আগামী ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা।

এবারের নির্বাচনে আনসার ভিডিপির ৫ লাখ ৮৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে; ১ লাখ ৩৫ হাজারকে অস্ত্রসহ ও ৪.৫ লাখকে নিরস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার ব্যাটালিয়নের ৩,১৫৭ রিক্রুট নিয়োজিত থাকবেন।

বিজিবি ১ হাজার ১০০ প্লাটুনে মোট ৩৩ হাজার সদস্য মোতায়েন করবে। এবারের নির্বাচনে প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা আরও জানান, পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। ফ্যাসিস্ট দলগুলো শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে আয়োজনে বাধা দিতে চেয়েছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে।