ছাত্রকে মারধর ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ব্লকেড
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ১২:০৬
ছবি: সংগৃহীত।
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের উদ্যোগকে ঘিরে ছাত্র-শিক্ষক বিরোধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীতে। এক ছাত্রকে মারধর ও শিক্ষককে হেনস্তার প্রতিবাদে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা আজ সকাল ১০টা থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন।
অবস্থান কর্মসূচিতে ঢাকা কলেজের পাশাপাশি অন্যান্য সরকারি কলেজের শিক্ষার্থীরাও সংহতি জানিয়েছেন। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে; যানজট ছড়িয়ে পড়েছে মিরপুর রোডসহ আশপাশের সড়কগুলোতে।
অন্যদিকে শিক্ষক হেনস্তার প্রতিবাদে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন আজ সারা দেশে সরকারি কলেজ, মাদ্রাসা ও অফিসে দিনব্যাপী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছে।
নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন জানান, সোমবার ঢাকা কলেজ ক্যাম্পাসে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তারই প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে এবং অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন নিয়ে চলমান জটিলতা আরও গভীর হচ্ছে। আন্দোলন এখন সহিংসতার দিকে গড়াচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
