https://www.emjanews.com/

10494

national

প্রকাশিত

১৪ অক্টোবর ২০২৫ ১৪:১৬

আপডেট

১৪ অক্টোবর ২০২৫ ২৩:২৯

জাতীয়

ভেদরগঞ্জে প্রকাশ্য মা ইলিশ বেচাকেনা, হুমকিতে ইলিশ সংরক্ষণ অভিযান

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ১৪:১৬

ছবি: সংগৃহীত।

সরকারের নিষেধাজ্ঞা এবং প্রশাসনের অভিযান সত্ত্বেও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রকাশ্য মা ইলিশ বেচাকেনা চলছে। পদ্মার দুই পাড়ে গড়ে উঠেছে একাধিক অস্থায়ী মাছের আড়ত, যেখানে প্রতিদিন লাখ লাখ টাকার মা ইলিশ কেনাবেচা হচ্ছে। এতে সরকারের ইলিশ সংরক্ষণ কার্যক্রমের লক্ষ্য হুমকির মুখে পড়েছে।

সরেজমিন দেখা গেছে, উত্তর তারাবুনিয়ার ছুরিরচর বেপারী বাজারের দক্ষিণ পাশে  দিন-রাত চলতে থাকে মা ইলিশের কেনাবেচা। একইভাবে দুলারচর ভাঙা স্কুল এলাকা, উত্তর তারাবুনিয়ার মোল্যার বাজার ঘাট এবং মনাই হাওলাদারের বাজারে আরও একাধিক অস্থায়ী আড়ত গড়ে উঠেছে। কাচিকাটার বিভিন্ন পয়েন্টেও ছোট-বড় আরও কয়েকটি মাছের হাট বসেছে।

জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে নদীতে জাল ফেলছে। অভিযান শুরু হলে তারা দ্রুত পাড়ে উঠে যায়, আবার পরিস্থিতি অনুকূলে আসলেই মাছ তুলে এনে এসব আড়তে বিক্রি করছে।

এক বসায়ী  বলেন, ‘আশা ছিল মা ইলিশ মৌসুমে ভালো ব্যবসা হবে, কিন্তু নদীতে আশানুরূপ মাছ নেই। আমরা সবাই ক্ষতির মুখে আছি।’
একজন জেলে  বলেন, ‘২২ দিন কাজ না করলে সংসার চলে না। সরকার যে ২০ কেজি চাল দেয়, তাতে পরিবার চলে না। তাই ঝুঁকি নিয়ে জাল ফেলি।’

ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান জানান, ‘আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি, জাল জব্দ করছি। যেসব আড়তের অভিযোগ এসেছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।’