https://www.emjanews.com/

10496

national

প্রকাশিত

১৪ অক্টোবর ২০২৫ ১৪:৩৯

আপডেট

১৪ অক্টোবর ২০২৫ ২৩:২৪

জাতীয়

কয়েকজন উপদেষ্টা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তাদের নাম ও কণ্ঠ রেকর্ডও রয়েছে - তাহের

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ১৪:৩৯

ছবি: সংগৃহীত।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তাদের নাম ও কণ্ঠ রেকর্ডও রয়েছে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় মৎস্য ভবন মোড়ে আয়োজিত মানববন্ধনে তাহের বলেন, ‘কিছু উপদেষ্টা একটি দলের পক্ষে গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে নিয়োগ দিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছেন। আমাদের কাছে উপদেষ্টাদের সভা ও বক্তব্যের তথ্য আছে। আপাতত জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না, সময় দেওয়া হচ্ছে সংশোধনের জন্য। যদি না সংশোধন হয়, তখন নাম প্রকাশ করা হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘গত পরশু জনপ্রশাসনে একজন সচিবের নিয়োগে দেখা গেছে, প্রশাসনে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে বসানো প্রয়োজন ছিল। কিন্তু নির্বাচনের আগে আমরা আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু অতীতের দুর্নীতিপূর্ণ একজন দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি দলের নিয়ন্ত্রণমূলক কর্মকাণ্ড।’

জামায়াত নেতা তাহের গণভোট ও জাতীয় ভোট বিষয়ে বলেন, ‘নভেম্বরের মধ্যে গণভোটের দাবি পুনর্ব্যক্ত করা হবে। কিন্তু দেখা যাচ্ছে কিছু প্যাঁচ খেলার চেষ্টা হচ্ছে, গণভোট ও জাতীয় ভোট একসঙ্গে হওয়ার বিষয়ে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম, সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। এ সময় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবাবয়, আবদুল হালিম প্রমুখ।

মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত সড়ক পথে লংমার্চ ও মৎস্য ভবন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।