ছবি: সংগৃহীত।
সংযুক্ত আরব আমিরাত থেকে সিরিজ খেলে দেশে ফেরার পর বিমানবন্দরে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওপেনার নাঈম শেখসহ কয়েকজন ক্রিকেটারকে প্রকাশ্যে হেনস্তা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে সরকার ও বিসিবি।
সিরিজ শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে ক্রিকেটারদের ঘিরে একদল লোক অশালীন আচরণ ও কটূক্তি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাঈম শেখের গাড়ির কাছে গিয়ে কয়েকজন ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করছেন। তাসকিন আহমেদসহ অন্য ক্রিকেটাররাও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে নেমেছে। কারা এ ধরনের আচরণ করেছে এবং এর পেছনে কোনো সংগঠিত উদ্দেশ্য বা প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের আসন্ন ম্যাচে দর্শকদের বাধা দেওয়ার আহ্বান জানিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টদাতাকেও শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিসিবি সূত্র জানায়, বিষয়টি শুধু ক্রিকেট বোর্ড নয়, সরকারেরও নজরে এসেছে। ফলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি তদন্ত করে দায়ীদের শনাক্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিসিবির একাংশের ধারণা, এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে বলে জানা গেছে।
