মিরপুরে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে মাইলফলক,সৌম্য-সাইফের ব্যাটিংয়ে বাংলাদেশের ঝড়ো সূচনা
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:৩৫
ছবি: সংগৃহীত।
মিরপুরে ওয়ানডেতে বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান উদ্বোধনী জুটিতে দারুণ প্রদর্শন করছেন। ৯ ওভারে তারা ৬৫ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দীর্ঘদিন ধরে ভুলে যাওয়া মাইলফলক ফিরিয়ে এনেছেন। ২০১৮ সালের জানুয়ারির পর এটি মিরপুরে বাংলাদেশের প্রথম ৫০ রানের উদ্বোধনী জুটি।
সৌম্য সরকার আজ নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি অর্জন করেছেন। ১৪তম ওভারের চতুর্থ বলে ২ রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। আগের দুই বল সৌম্য প্রায় গুড়াকেশ মোতিকে ফিরতি ক্যাচ দিয়েছেন।
এর আগে নবম ওভারে সাইফ হাসান রিভিউ নিয়ে বেঁচে যান। খ্যারি পিয়েরের এলবিডব্লু আবেদন বাতিল হয়ে যায়, আল্ট্রা এজে ব্যাট-বল সংযোগ ধরা পড়ায় আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন হয়।
বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সৌম্য ৪৪ বলে ৪৮ রান এবং সাইফ ৩৪ বলে ৩৯ রানে ক্রিজে রয়েছেন। ১৩ ওভারে তাদের জুটি দাঁড়িয়েছে ৯০ রানে, যা ২০১৫ সালের ১১ নভেম্বরের পর মিরপুরে সর্বোচ্চ উদ্বোধনী জুটি।
খেলার শুরু থেকেই বাংলাদেশ ওপেনাররা দারুণ আক্রমণাত্মক ছিলেন। প্রথম ওভারে সাইফ দু’টি চার মেরে দলকে শক্তিশালী সূচনা দেন। এরপর সৌম্যও তৃতীয় ওভার থেকে চার ও ছক্কা মারেন। সপ্তম ওভারে তাদের জুটি আরও দৃঢ় হয়ে উঠে, ৫ রান আসে, একটি চারও মেরেছেন সৌম্য।
বাংলাদেশের এই উদ্বোধনী জুটি ১০ বছরের মধ্যে মিরপুরে সর্বোচ্চ, এবং দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে।
বর্তমান স্কোর: বাংলাদেশ ১৪ ওভারে ৯৪/০
