https://www.emjanews.com/

10773

surplus

প্রকাশিত

২৩ অক্টোবর ২০২৫ ১৮:৪০

আপডেট

২৩ অক্টোবর ২০২৫ ১৮:৪১

অন্যান্য

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে ফ্যাক্টচেক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ১৮:৪০

ছবি: শেখ হাসিনা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি দাবিতে বলা হচ্ছে- ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে বাংলাদেশের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।’

তবে অনুসন্ধানে দেখা গেছে, এ দাবির কোনো ভিত্তি নেই। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

ফ্যাক্টচেক ও যাচাইসংস্থা রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। গণমাধ্যম, জাতিসংঘের ওয়েবসাইট কিংবা বিশ্বস্ত আন্তর্জাতিক সূত্রেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন- এমন প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে ‘জাতিসংঘে পদত্যাগপত্র জমা’ নিয়ে গুজবটি ছড়ায়।

পোস্টগুলোর মাধ্যমে দাবি করা হয়, জাতিসংঘে পদত্যাগপত্র জমা না দেওয়ায় বাংলাদেশের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।

কিন্তু যাচাইয়ে দেখা গেছে, এমন কোনো সিদ্ধান্ত বা আলোচনা জাতিসংঘের কোনো দপ্তরে হয়নি। জাতিসংঘের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্স (টুইটার)-এর অফিসিয়াল অ্যাকাউন্টেও এ ধরনের কোনো তথ্য নেই।

বরং, ১৯ অক্টোবর প্রথম আলো প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের (ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস) অধীন মিলিটারি অ্যাফেয়ার্স অফিস (ওএমএ) বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি পাঠিয়েছে।

ওই চিঠিতে শান্তিরক্ষী সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করা হয়েছে, তবে কোনো নিষেধাজ্ঞা বা পদত্যাগপত্র প্রসঙ্গ তাতে নেই।

সুতরাং, সামাজিক মাধ্যমে প্রচারিত ‘শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা’ শীর্ষক দাবি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।