https://www.emjanews.com/

10850

sylhet

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৫ ১৯:০১

আপডেট

২৬ অক্টোবর ২০২৫ ২০:১৯

সিলেট

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গু’লিতে যুবক নিহ’ত

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ ১৯:০১

ছবি: শাকিল আহমদ

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে শাকিল আহমদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শাকিল আহমদ উপজেলার দনা এলাকার মাদারপুর গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন জানান, বিকেলে শাকিল ডোনা সীমান্তের ১৩৩৪ নম্বর পিলারের পাশে ঘাস কাটছিলেন। এ সময় লাগোয়া ভারতের সুপারিবাগান থেকে খাসিয়ারা অতর্কিতভাবে গুলি ছোড়ে। গুলিতে শাকিল গুরুতর আহত হন। স্থানীয় কৃষকরা তাকে দ্রুত বাংলাদেশের ভেতর থেকে উদ্ধার করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, আহত শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেতিমগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাটির খবর পেয়ে বিজিবি ডোনা ক্যাম্প তা নিশ্চিত করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।