ছবি: সংগৃহিত
তিন মাস বিরতির পর প্রকাশিত সর্বশেষ ফিফা নারী র্যাঙ্কিং-এ বাংলাদেশ নারী ফুটবল দল ৮ ধাপ পিছিয়েছে। আগের র্যাঙ্কিংয়ে দলটি ১০৪তম স্থানে ছিল।
তবে ঋতুপর্ণাদের দুর্দান্ত পারফরম্যান্সে এক লাফে ২৪ ধাপ উন্নতি হলেও, এবার পিটার বাটলারের নেতৃত্বাধীন দল একসাথে ৮ ধাপ নেমে ১১২তম স্থানে চলে এসেছে।
সাম্প্রতিক ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে বাংলাদেশের পরপর দুই হারের প্রভাব র্যাঙ্কিংয়ে পড়েছে। মালয়েশিয়ার কাছে ১–০ এবং আজারবাইজনের কাছে ২–১ গোলে পরাজয় পয়েন্ট কমার মূল কারণ হিসেবে ধরা হয়েছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র, ষষ্ঠে ব্রাজিল এবং ৩০তমে আর্জেন্টিনা রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৭ এবং নেপাল ৮৯ নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশ নারী দল আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপে প্রথমবার খেলতে যাচ্ছে। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। গ্রুপের তিন দলের মধ্যে উত্তর কোরিয়া ৯ নম্বরে, উজবেকিস্তান ৪৯ নম্বরে এবং চীন ১৭ নম্বরে অবস্থান করছে।
চীন যদিও র্যাঙ্কে ১৭তম, তবুও টুর্নামেন্টের অন্যতম সফল দল হিসেবে পরিচিত।
