https://www.emjanews.com/

12153

sports

প্রকাশিত

১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২

খেলাধুলা

মেসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২

ছবি: সংগৃহীত

কলকাতায় আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে শনিবার ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মেসিকে এক ঝলক দেখতে এসে হাজার হাজার দর্শক হতাশ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা ব্যানার্জি বলেন, ‘আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে বিচলিত ও মর্মাহত। আমি নিজেও হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার পথে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি আন্তরিকভাবে লিওনেল মেসি এবং সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইছি।’

মুখ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্য সচিব থাকবেন।

তিনি বলেন, ‘এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করে দায় নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ দেবে।’

প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দর্শকদের একাংশ ক্ষোভে ব্যারিকেড ভেঙে ফেলেন। মাঠের ভেতরে বোতল ও চেয়ার ছোড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়।

অনেক দর্শক অভিযোগ করেন, উচ্চমূল্যের টিকিট কিনেও তারা মেসিকে ঠিকভাবে দেখতে পাননি।

এক দর্শক বলেন, ‘টিকিটের সর্বনিম্ন দাম ছিল পাঁচ হাজার টাকা। অথচ মেসির চারপাশে ভিভিআইপিরা ঘিরে ছিলেন। আমরা তাকে দেখতেই পেলাম না। পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? আমরা টাকা ফেরত চাই।’

আরেক দর্শক বলেন, ‘এটা একেবারে লজ্জাজনক। আমরা ভেবেছিলাম মেসি পুরো স্টেডিয়াম ঘুরবেন, কিন্তু তা হয়নি।’

উল্লেখ্য, স্থানীয় রাজনীতিবিদদের ঘিরে রাখার পর নির্ধারিত সময়ের আগেই মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হলে দর্শকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত বিক্ষোভ ও বিশৃঙ্খলার রূপ নেয়।