https://www.emjanews.com/

12560

tourism

প্রকাশিত

২৭ ডিসেম্বর ২০২৫ ২১:১১

পর্যটন

ফি ও ইন্টারভিউ ছাড়াই বাংলাদেশিদের ভিসা দিবে জাপান

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ ২১:১১

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য জাপান ভ্রমণ আরও সহজ ও সাশ্রয়ী হলো। নতুন নিয়ম অনুযায়ী, জাপানে ভ্রমণের ক্ষেত্রে এখন আর কোনো ভিসা ফি দিতে হবে না। ভিসা আবেদনের জন্য আবেদনকারীদের কেবল ভিএফএস গ্লোবালের নির্ধারিত সার্ভিস ফি হিসেবে ১ হাজার ৯০০ টাকা পরিশোধ করতে হবে।

নতুন ব্যবস্থার আরেকটি বড় সুবিধা হলো-ি ভিসা আবেদনের সময় আর কোনো ইন্টারভিউ দিতে হবে না। আবেদনকারীর জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের ভিত্তিতেই ভিসা ইস্যু করা হবে।

জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের দায়িত্ব পালন করবে ভিএফএস গ্লোবাল। ফলে এখন থেকে জাপান দূতাবাস সরাসরি ভিসা আবেদন গ্রহণ করবে না।

জাপান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে পূরণকৃত আবেদন ফর্ম, বৈধ পাসপোর্ট ও এর ফটোকপি, পুরোনো পাসপোর্ট (যদি থাকে), ৩৫×৪৫ সাইজের দুই কপি ছবি, এয়ারলাইন্স টিকিটের বুকিং কপি, হোটেল বুকিং, শেষ তিন বছরের ট্যাক্স পরিশোধের রসিদ, গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, ভ্রমণসূচি, এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) এবং একটি কাভার লেটার।

এ ছাড়া জাপানে অবস্থানরত কোনো গ্যারান্টারের মাধ্যমে ভ্রমণ করতে চাইলে অতিরিক্ত কিছু নথি জমা দিতে হবে। এসব নথির মধ্যে রয়েছে গ্যারান্টারের পক্ষ থেকে ইনভাইটেশন লেটার, গ্যারান্টারের সঙ্গে সম্পর্ক প্রমাণ বা ব্যাখ্যার কাগজপত্র, গ্যারান্টারের সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট (ব্যক্তিগত বা কোম্পানির) এবং একটি গ্যারান্টি লেটার-বিশেষ করে যদি ভ্রমণের খরচ গ্যারান্টার বহন করেন।

ভিসা ফি ছাড়, ইন্টারভিউ ছাড়াই আবেদন এবং তুলনামূলক সহজ প্রক্রিয়ার ফলে বাংলাদেশিদের জন্য জাপান ভ্রমণ এখন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আগ্রহীরা এখনই ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।