শিরোনাম
পৌষসংক্রান্তিতে শেরপুরে শতবর্ষী মাছের মেলা তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ফের বাড়তে পারে শীত, ১০ জেলায় তাপমাত্রা নামার আশঙ্কা জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারির উদ্বোধন সিলেটে দোকানে গ্যাস নেই, বাড়িতে বিশাল মজুত : জ রি মা না সিলেটে পৃথক অভিযানে আ-ট-ক তিন : ৬ লাখ টাকা, চো-রা-ই মোটরসাইকেল উ-দ্ধা-র সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে : হয়নি ক্লাস-পরীক্ষা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজের ভূখণ্ড দাবি করল চীন

https://www.emjanews.com/

12973

surplus

প্রকাশিত

১১ জানুয়ারী ২০২৬ ১৮:৫৫

অন্যান্য

মালয়েশিয়ায় ইউনেট ও ইয়ুথ হাবের সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ১৮:৫৫

যুবদের দক্ষতা উন্নয়ন ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট) এবং ইয়ুথ হাব, মালয়েশিয়া-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) কুয়ালালুমপুরে ইয়ুথ হাবের মালয়েশিয়া কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যুব উন্নয়নকে কেন্দ্র করে বহুমুখী কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন করবে। বিশেষ করে এসডিজির সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসারে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার ব্যক্ত করেছে। নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, নেটওয়ার্ক ও সক্ষমতা কাজে লাগিয়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক যুব উন্নয়নের পথ সুগম করাই এ চুক্তির মূল লক্ষ্য।

সমঝোতা চুক্তিতে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট)-এর পক্ষে সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং ইয়ুথ হাব-এর পক্ষে সহ-প্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন ও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। সফট স্কিলস, STEAM Education, ইন্টারনেট অব থিংস (IoT) এবং চতুর্থ শিল্পবিপ্লব (৪আইআর)–সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়নে যুবসমাজ ও তরুণ উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া কোডিং ও প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো শেখানো, শিক্ষার্থীদের স্কুলজীবন থেকেই কম্পিউটার শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি, কর্মশালা, শিক্ষা ও সনদ প্রদান কার্যক্রম আয়োজন করা হবে। শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রযুক্তিভিত্তিক হ্যাকাথন ও উদ্ভাবনী কার্যক্রম আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট) একটি বাংলাদেশভিত্তিক বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা লক্ষ্যভিত্তিক দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যুবদের ক্ষমতায়নে কাজ করে।

অপরদিকে, ইয়ুথ হাব একটি বৈশ্বিক যুবনেতৃত্বাধীন সংগঠন, যা প্রযুক্তি শিক্ষা, ওয়েলনেস, জেন্ডার সমতা, সামাজিক উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও কমিউনিটি ডেভেলপমেন্টে সক্রিয়ভাবে কাজ করছে।