বিজনেস ডায়লগ
দেশের বাণিজ্য গোষ্ঠির দখলমুক্ত হবে : আমির খসরু মাহমুদ
প্রকাশ: ২৮ জুন ২০২৫ ১৩:২৪

ছবি: ইমজা নিউজ
লুটেরাদের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে - মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ব্যবসায়ি খাতকে গোষ্ঠি ও রাজনীতির দখলের বাইরে নিয়ে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সিলেট বিভাগের ব্যবসায়ি নেতৃবৃন্দ সরাসরি নিজেদের মতামত ও সংকটের কথা তুলে ধরেন। তারা বলেন, চা, আগর, পর্যটন, ফলমূল, সবজি, পাথরসহ বিভিন্ন শিল্প সঠিক পরিকল্পনার মাধ্যমে বিশ্বমানে নিয়ে যাওয়া সম্ভব। এতে করে কর্মসংস্থান তৈরির পাশাপাশি আসবে বিপুল বৈদেশিক মুদ্রা।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, নতুন বাংলাদেশে আগের রাজনীতি চলবে না, বাংলাদেশের মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে।
ক্ষমতায় এলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের কার্যক্রম হাতে নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়িবান্ধব দল হিসেবে বিএনপি দেশের বাণিজ্যখাতকে প্রসারিত করবে। বাণিজ্যের গণতন্ত্রায়ণ নিশ্চিত করবে।
অনুষ্ঠানে কী নোট উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন বিজেএমইর সাবেক সভাপতি ফজলুল হক।
এছাড়া সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।