শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6777

economics

প্রকাশিত

০১ জুলাই ২০২৫ ২০:০৫

আপডেট

০১ জুলাই ২০২৫ ২২:০৬

অর্থনীতি

সিলেট চেম্বারের ফি অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ ২০:০৫

ছবি: সংগ্রহ

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও দেশের অন্যান্য সকল চেম্বারের সদস্য ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা।

মঙ্গলবার (১ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের মাধ্যমে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, এবং ব্যবসায়ী আবুল কালাম, মো. মনিরুল ইসলাম, নুরুল ইসলাম সুমন, মো. রোকন সরকার, মো. শাহজাহান আহমদ, মো. শাহেদ আহমদ, আহমদ ফোয়াদ বিন রশীদ, মীর মো. জাকারিয়া, আব্দুস ছোবহান, তাহমিদুল হাসান জাবেদ, আতাউর রহমান রজব, মো. রুমেল আহমদ, ফরহাদ আহমদ চৌধুরী প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন বিধিমালার আলোকে সিলেট চেম্বারসহ দেশের সকল বিভাগীয় ও জেলা চেম্বার এবং এসোসিয়েশনের সদস্য ফি পূর্ব কোনো আলোচনা ছাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে, যার ফলে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। পূর্বে অর্ডিনারি নতুন সদস্য ফি ৩ হাজার টাকা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে, নবায়ন ফি ২ হাজার থেকে বেড়ে ৫ হাজার টাকা হয়েছে; এছাড়া অ্যাসোসিয়েট নতুন সদস্য ফি ২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং নবায়ন ফি ১,৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এর উপধারা ১৪(৩) অনুযায়ী ভর্তি ফি ও বার্ষিক চাঁদা একসাথে পরিশোধের নিয়ম আরোপ করায় সাধারণ ব্যবসায়ীদের জন্য এটি বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যবসায়ীবান্ধব পরিবেশ বজায় রাখতে এবং সকল ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত করতে চেম্বারগুলোর সদস্য ফি পূর্বের হারে পুনঃনির্ধারণের দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।