শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6729

economics

প্রকাশিত

৩০ জুন ২০২৫ ২০:০৬

অর্থনীতি

গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর হার কমলো

১ জুলাই থেকে কার্যকর নতুন হার: ২% থেকে কমে ০.৬%

প্রকাশ: ৩০ জুন ২০২৫ ২০:০৬

ছবি: সংগ্রহ

গ্রাহকদের জন্য গ্যাস বিলে উৎসে কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৩০ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বার্তায় জানিয়েছে, এনবিআরের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, গ্যাস বিল পরিশোধে উৎসে আয়কর কর্তনের হার ২ শতাংশ থেকে কমিয়ে ০.৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এই হার আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্যাস বিল পরিশোধের সময় বিলের মধ্যে ভ্যাট বাদ দিয়ে অবশিষ্ট টাকার ওপর ০.৬ শতাংশ হারে আয়কর কর্তন করতে হবে। পরবর্তীতে এই কর সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি অর্থ সংশ্লিষ্ট কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।

এই সিদ্ধান্তে গ্যাস গ্রাহকদের আর্থিক চাপ কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।