শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6944

sports

প্রকাশিত

০৬ জুলাই ২০২৫ ০০:৫৯

আপডেট

০৬ জুলাই ২০২৫ ০১:৩০

খেলাধুলা

ক্লাব বিশ্বকাপ

৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ ০০:৫৯

দুইজন খেলোয়াড় কম নিয়ে শেষ সময়টা খেলেও দমে যায়নি প্যারিস সেইঁ জার্মেই (পিএসজি)। বরং আরও এক গোল করে দারুণ এক জয় তুলে নিল তারা। বায়ার্ন মিউনিখকে ২-০ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফরাসি জায়ান্টরা।

শনিবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনাল ম্যাচে পিএসজির হয়ে গোল করেন দিজিরে দুয়ে ও বদলি খেলোয়াড় উসমান দেম্বেলে।

শুরুর থেকেই দুই দলের মধ্যে ছিল আক্রমণ-প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পেয়েছিলেন পিএসজির তরুণ ফরোয়ার্ড দুয়ে, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। অপরদিকে, বায়ার্নের হয়ে মাইকেল ওলিস ও জামাল মুসিয়ালা শট নিলেও সবগুলোই রুখে দেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। এক পর্যায়ে দোন্নারুম্মার দুর্দান্ত সব সেভেই বাঁচে ফরাসি দল।

ম্যাচের ৭৮তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দিজিরে দুয়ে। নয়ার বল বুঝলেও পিছলে যাওয়ায় তা ঠেকাতে পারেননি। এই গোলেই লিড নেয় লুইস এনরিকে’র দল।

তবে গোলের পর নাটকীয় মোড় নেয় ম্যাচে। চার মিনিট না যেতেই পিএসজি ১০ জনের দলে পরিণত হয়, লেয়ন গোরেটস্কাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন উইলিয়ান পাচো। এরপর যোগ করা সময়ের শুরুতে লুকা এরনঁদেজ প্রতিপক্ষের মুখে কনুই মারায় আরও একটি লাল কার্ড দেখে পিএসজি নেমে আসে ৯ জনে।

দুইজন কম নিয়ে খেললেও গোল হজমের পরিবর্তে উল্টো ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। ৯০+৩ মিনিটে হাকিমির পাস থেকে দারুণ গোল করেন বদলি দেম্বেলে। এর আগে তার একটি শট ক্রসবারে লেগে ফিরে এসেছিল।

শেষ সময়ে বায়ার্ন পেনাল্টি পেলেও ভিএআরের সাহায্যে রেফারি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। ফলে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় পিএসজির জয় ও সেমিফাইনাল টিকিট।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এবার ক্লাব বিশ্বকাপেও দারুণ ছন্দে রয়েছে পিএসজি। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।