ক্লাব বিশ্বকাপ
রোমাঞ্চকর লড়াইয়ে ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে রিয়াল
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ ০৯:৫৭

২১ বছর বয়সী গঞ্জালো গার্সিয়ার গোল ও বদলি হিসেবে নামা এমবাপের দুর্দান্ত ওভারহেড কিকে বুরুসিয়া ডর্টমুন্ডকে ৩–২ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ৭৬ হাজার দর্শকের সামনে রিয়াল প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায়। ডর্টমুন্ড শেষ মুহূর্তে দুটি গোল করলেও, এমবাপের জাদুকরী গোল ব্যবধান ধরে রাখে। ম্যাচের শেষ দিকে রিয়ালের একজন লাল কার্ড দেখেন এবং সেখান থেকে ডর্টমুন্ড পেনাল্টি থেকে একটি গোল শোধ দেয়।
ম্যাচের ১০ মিনিটেই আরদা গুলের পাস থেকে কাছ থেকে বল পেয়ে রিয়ালের হয়ে প্রথম গোল করেন গঞ্জালো গার্সিয়া, যা ছিল এই টুর্নামেন্টে তার চতুর্থ গোল। ২০ মিনিটে দুই ফুলব্যাকের যুগলবন্দিতে দ্বিতীয় গোলটি করেন ফ্রান গার্সিয়া, আক্রমণের সূচনা করেছিলেন জুড বেলিংহাম। ৬১ মিনিটে চুয়ামেনির একটি জোরালো শট বারে লেগে ফিরে আসে, যদিও পরে অফসাইড ধরা হয়।
৯৩ মিনিটে রিয়ালের ডিফেন্সের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে গোল করেন ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান বেইয়ার, ব্যবধান কমে আসে ২–১।
কিন্তু ৯৫ মিনিটেই বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপে ওভারহেড কিকে দুর্দান্ত এক গোল করে রিয়ালকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন, এটি ছিল চলতি মৌসুমে ক্লাব ক্যারিয়ারে তার ৪৪তম গোল।
৯৭ মিনিটে রিয়ালের ডিন হুইসেন লাল কার্ড দেখলে ডর্টমুন্ড পেনাল্টি পায় এবং সেখান থেকে গিরাসি গোল করে ম্যাচে নিজের মৌসুমের ৩৮তম গোলটি করেন। তবে এরপর আর সমতায় ফেরার সময় পায়নি ডর্টমুন্ড।
আগামী বুধবার সেমিফাইনালে রিয়াল মুখোমুখি হবে পিএসজির। জয়ী দলই হবে টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট।