
ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং পৃথক ব্যানারে কর্মসূচি পালনের অভিযোগে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শনিবার ১৬ আগস্ট ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মো. সোহাগের সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, সে পৃথক ব্যানারে দলীয় কর্মসূচি করেছে যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের বিষয়। বড় সংগঠনের একটি ইউনিটে এমন কর্মসূচি অন্যান্যদের কাছে নেতিবাচক ধারণা সৃষ্টি করে।
অব্যাহতি বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে মো. সোহাগ বলেন, আমাদের মধ্যে অনেকেই আগে ছাত্রলীগে ছিল। এজন্য আমরা পৃথক ব্যানারে কার্যক্রম চালিয়েছি। এখন থেকে সকলের সাথে একত্রে দলীয় কর্মসূচি পালন করা হবে।