ছবি: সংগৃহীত।
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে যৌথ অভিযানে বাংলাদেশিসহ ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কেলান্তান ইমিগ্রেশন বিভাগ ও রাজ্য সড়ক পরিবহন বিভাগ (JPJ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানটি সকাল ৮টা থেকে রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে শুরু হয়। এতে দুই সংস্থার মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন। অভিযান পরিচালিত হয় গোপন তথ্যের ভিত্তিতে, যেখানে জানা যায়—কিছু অবৈধ অভিবাসী কর্তৃপক্ষের নজর এড়াতে গণপরিবহন ব্যবহার করছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, বাংলাদেশি: ৫ জন পুরুষ ও ১ নারী, ভারতীয়: ৫ জন পুরুষ ও ১ নারী, পাকিস্তানি: ২ জন পুরুষ, মিয়ানমার: ২ জন নাগরিক, ইন্দোনেশীয়: ১ জন পুরুষ ও ৭ জন নারী
অভিযান চলাকালে বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করে কেলান্তান JPJ।
আটক অভিবাসীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) ও ৫৬(১)(ডি) অনুযায়ী মামলার প্রক্রিয়া চলছে।
কেলান্তান ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘অবৈধ অভিবাসী সনাক্তে অভিযান আরও জোরদার করা হবে। কেউ যদি অবৈধ অভিবাসীকে আশ্রয়, সহায়তা বা সুবিধা প্রদান করে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিবৃতিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয় যেন কেউ অবৈধ অভিবাসন বা সংশ্লিষ্ট বেআইনি কার্যক্রমের তথ্য জানলে তা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করে।
