তফসিলের আগেই ৭০ শতাংশ আসনে একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দিতে চায় বিএনপি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ ১২:২৫
ছবি: সংগৃহীত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী নির্ধারণে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির লক্ষ্য-তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থীকে নির্বাচনি মাঠে কাজ করার জন্য ‘সবুজ সংকেত’ দিতে চায় দলটি।
দলীয় সূত্র জানায়, এ প্রক্রিয়াটি সরাসরি তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে তিনি স্থায়ী কমিটির কাছ থেকে মনোনয়ন ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছেন। একাধিক প্রার্থী থাকা আসনগুলোতে জটিলতা নিরসনে মনোনয়নপ্রত্যাশীদের ডেকে দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।
তৃণমূল নেতারা বলছেন, একাধিক প্রার্থী মাঠে সক্রিয় থাকায় অনেক জায়গায় দ্বন্দ্ব ও গ্রুপিং বেড়ে গেছে। কেউ কেউ আশঙ্কা করছেন, দ্রুত একক প্রার্থী নির্ধারণ না করলে বিভাজন আরও বাড়বে। কিছু আসনে এমনও দেখা গেছে, বাবা-ছেলে বা ভাই-বোন আলাদাভাবে প্রচারণা চালাচ্ছেন।
একজন জেলা পর্যায়ের নেতা বলেন,‘যত দ্রুত একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে, তত দ্রুত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারবেন।’
বিএনপির নীতিনির্ধারকদের মতে, দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন না হওয়ায় এবার মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি। তবে দলীয় হাইকমান্ডের নির্দেশ-ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। একক প্রার্থী নির্ধারণের পর অন্যরা তার পক্ষে কাজ করবেন, না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এক নীতিনির্ধারক বলেন,‘যেসব আসনে দুই বা ততোধিক জনপ্রিয় প্রার্থী আছেন, সেক্ষেত্রে একজনকে সবুজ সংকেত দেওয়া হবে, বাকিদের ভবিষ্যতে মূল্যায়ন করা হবে।’
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,‘খুব শিগগিরই আমরা আসনভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেব। তবে এটি চূড়ান্ত মনোনয়ন নয়; তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
তিনি আরও জানান,‘অনেক আসনে পাঁচ থেকে দশজন পর্যন্ত যোগ্য প্রার্থী আছেন। তাই নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে।’
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন,‘মনোনয়ন দেওয়া হবে এমন প্রার্থীকে, যিনি এলাকার সমস্যা জানেন, মানুষের সঙ্গে মিশেন, তরুণ, নারী, মুরুব্বি ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ আছে-অর্থাৎ যিনি জনগণের প্রতিনিধি হিসেবে যোগ্য।’
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,‘একক প্রার্থীর তালিকা প্রায় প্রস্তুত। কখন সবুজ সংকেত দেওয়া হবে তা নিয়েও আলোচনা চলছে। তারেক রহমান ও হাইকমান্ড এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন।’
বিএনপি ইতোমধ্যে মিত্র দলগুলোর কাছেও প্রার্থী তালিকা চেয়েছে। বেশির ভাগ দল তালিকা জমা দিয়েছে, তবে কত আসন ছাড় দেওয়া হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
