https://www.emjanews.com/

10356

national

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৫ ১২:৪৭

আপডেট

১০ অক্টোবর ২০২৫ ১৫:১৬

জাতীয়

সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে হাসনাতের অভিনব প্রতিবাদ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ ১২:৪৭

ছবি: সংগৃহীত।

কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অনন্য উপায়ে প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজার এলাকায় তিনি খানাখন্দে ভরা রাস্তায় মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানান।

প্রতিবাদের সময় ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই রাস্তায় প্রতিদিন মানুষ চলাচল করে, দুর্ঘটনায় প্রাণও হারাচ্ছে। কয়েক দিন আগেই এক তরুণের মৃত্যু হয়েছে। যদি রাস্তাটা ঠিক করা না হয়, তাহলে অন্তত মাছ চাষের উপযোগী করে দিন-মানুষ কিছু মাছ খেতে পারবে।’

তিনি আরও বলেন, ‘দেবিদ্বারের রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে, মাছ ছাড়লেও টিকে থাকতে পারে। আমি আজ মাছ ছাড়লাম, আপনারাও ছাড়ুন-হয়তো এতে কিছু উপকার হবে।’

স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা-সিলেট মহাসড়ককে যুক্ত করা এই দেবিদ্বার-চান্দিনা সড়কটি প্রায় ১৫ কিলোমিটারজুড়ে ভেঙে গেছে। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা রাস্তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, আর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও স্থানীয়দের।