https://www.emjanews.com/

10575

politics

প্রকাশিত

১৬ অক্টোবর ২০২৫ ১৪:৪২

আপডেট

১৬ অক্টোবর ২০২৫ ১৫:৩৫

রাজনীতি

রাবি নির্বাচনের দিন জামায়াত-শিবিরের অস্ত্র বিলি করেছে, ছাত্রদলের অভিযোগ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ ১৪:৪২

ছবি: সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জামায়াত-শিবিরের লোকজন নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করে রাহী লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত-শিবিরের লোকজন।’

অন্যদিকে, রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচনের ‘সুষ্ঠু পরিবেশ’ নষ্ট করার জন্য এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘ছাত্রদলের সভাপতি যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটিতে স্পষ্ট কাউকেই বোঝা যাচ্ছে না। সেখানে কে বা কারা রয়েছেন এবং কী করছেন তাও স্পষ্ট নয়। মূলত তারা গুজব ছড়ানোর চেষ্টা করছেন।’

ফয়সাল আরও অভিযোগ করেছেন, ‘পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা করা হচ্ছে। ছাত্রদল ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চাচ্ছে।’

এ বিষয়ে র‌্যাবের উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, ফেসবুকে ছড়ানো ভিডিওটি তাদের নজরে এসেছে। তিনি বলেন, ‘থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় গিয়ে ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করেছে। সেটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং একটি গুজব হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

ঘটনাটির পর রাবি ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।