https://www.emjanews.com/

10576

national

প্রকাশিত

১৬ অক্টোবর ২০২৫ ১৫:১৩

আপডেট

১৭ অক্টোবর ২০২৫ ০০:২৫

জাতীয়

চবি হল সংসদ নির্বাচনে ফলাফল স্থগিত, পুনর্গণনার প্রস্তুতি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ ১৫:১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান ও সোহরাওয়ার্দী হল সংসদের নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দুপুরে পুনরায় ভোট গণনা হওয়ার কথা থাকলেও বেলা দেড়টায়ও গণনা শুরু হয়নি।

ভোর পাঁচটায় নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম আরিফুল হক হল সংসদ দুটির ফলাফল স্থগিতের ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের জানান, দুপুরে পুনরায় গণনা হবে এবং এরপর ফল প্রকাশ করা হবে। তবে কেন ফলাফল স্থগিত করা হয়েছে, তা তিনি স্পষ্ট করেননি।

এর আগে দুই হল সংসদের ভোট গ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। সোহরাওয়ার্দী হলে ফল ঘোষণার সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। গত বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রকৌশল অনুষদ ভবনের সামনে এই হট্টগোল শুরু হয় এবং সহ-উপাচার্য মো. কামাল হোসেনকে অবরুদ্ধ করা হয়। আড়াই ঘণ্টা পর তিনি অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন।

ছাত্রদলের নেতা-কর্মীদের অভিযোগ, সোহরাওয়ার্দী হলে ভিপি পদে জমাদিউল আওয়ালকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। তিনি পেয়েছিলেন ১ হাজার ২০৩ ভোট, যেখানে ছাত্রশিবির সমর্থিত নোমত উল্লাহ ১ হাজার ২০৬ ভোট পান। ছাত্রদলের এক কর্মী দাবি করেছেন, প্রকৌশল অনুষদের ৩১২ নম্বর কক্ষে দর্শন ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, অথচ সেখানে জমাদিউল আওয়ালের মাত্র ৩ ভোট দেওয়া হয়েছে, যা সম্ভব নয়।

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ভিপি পদে রিপুল চাকমা মাত্র ১ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তিনি পেয়েছিলেন ২১৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরামন সরকার পান ২১৬ ভোট। এই ফল নিয়েও অভিযোগ উঠেছে।

নির্বাচনের অচল অবস্থার কারণে সংশ্লিষ্ট হল সংসদগুলোর ভোট পুনর্গণনা এবং ফল প্রকাশ নিয়ে উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।