https://www.emjanews.com/

10597

national

প্রকাশিত

১৭ অক্টোবর ২০২৫ ১২:৫৫

আপডেট

১৮ অক্টোবর ২০২৫ ০০:৩৭

জাতীয়

আখাউড়ায় ট্রেনে কা*টা পড়ে অ*জ্ঞাত যুবকের মৃ*ত্যু

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ ১২:৫৫

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয়রা রেললাইনে ওই যুবকের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে তিনি কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা কেউ নিশ্চিতভাবে জানাতে পারেননি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো সময় দুর্ঘটনাটি ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।