https://www.emjanews.com/

10787

national

প্রকাশিত

২৪ অক্টোবর ২০২৫ ১৪:৩৫

আপডেট

২৪ অক্টোবর ২০২৫ ১৬:২৮

জাতীয়

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ ১৪:৩৫

ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন বারবার জানিয়েছে-আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নয়। এ বিষয়ে সরকারের ওপর কোনো দেশি বা বিদেশি চাপও নেই।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকার নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দেশি-বিদেশি কেউই বলেনি আওয়ামী লীগকে নির্বাচনি প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে হবে। বরং সবাই অবাক হচ্ছে-জুলাই আন্দোলনে এত বড় হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুতপ্ত নয়।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ গত ১৫ বছরে তারা প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি।’

গত দেড় দশকে অনুষ্ঠিত ১০ থেকে ১৫ হাজার নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তখনকার অধিকাংশ নির্বাচনই ছিল অনিয়মে ভরা। ভোট চুরি হয়েছে, প্রার্থী নির্ধারণে টাকার লেনদেন হয়েছে, এমপিরা ঘুষ খেতেন ও ঠিকাদারি করতেন। সবকিছুই বিক্রি হয়ে গিয়েছিল।’

ইতিহাসের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, ‘১৭৯২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ‘পার্মানেন্ট সেটেলমেন্ট’-এর মাধ্যমে দেশকে জমিদারদের হাতে তুলে দিয়েছিল। তেমনি তারাও একপ্রকার রাজনৈতিক জমিদারি চালু করেছিল-যাকে খুশি, যেখানে খুশি বসানোর সংস্কৃতি গড়ে তুলেছিল।’

তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন-যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের এবং আরডিসি উম্মে তাহমিনা মিতু। পরে প্রেস সচিব জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।