https://www.emjanews.com/

11517

surplus

প্রকাশিত

১৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৬

আপডেট

১৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৭

অন্যান্য

সিলেটে এক দিনে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৬

ছবি: সংগৃহিত

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি নভেম্বর মাসে শুধু সিলেট জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ১০২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন রোগী। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২ জন।

এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২ জন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ২ জন এবং জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের আরেকটি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট জেলায় মোট ৪১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ২২২ জন, সিলেটে ৭৩ জন, মৌলভীবাজারে ৬৩ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন রোগী শনাক্ত হয়েছেন। গত ৮ অক্টোবর সুনামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে একমাত্র মৃত্যুর ঘটনাটি ঘটে।

বিশেষজ্ঞদের মতে, এডিস মশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ডেঙ্গু পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এ মশা শুধু শীতাত্তপ্ত স্থানে নয়, দিনের বেলা ঘরের কোণায়, পোশাকে কিংবা অন্ধকার জায়গায়ও লুকিয়ে থাকে। তাই দিনের বেলাতেও মশা প্রতিরোধে মশারি ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি সরানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।