https://www.emjanews.com/

12135

tourism

প্রকাশিত

১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৭

পর্যটন

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রে

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৭

ছবি: সংগৃহিত

বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এসব দেশে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশিত ঘোষণায় বলা হয়, বাংলাদেশ, কিউবা, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই সতর্কতা কার্যকর থাকবে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিডিসি উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা থাকা আমেরিকানদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব দেশে এমন একটি মশাবাহিত রোগ ছড়িয়ে পড়েছে যার কার্যকর চিকিৎসা নেই, তাই ভ্রমণকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রোগটির কার্যকর চিকিৎসা না থাকলেও চিকুনগুনিয়া টিকা গ্রহণের মাধ্যমে সুরক্ষা পাওয়া সম্ভব। যেসব এলাকায় এই রোগের প্রাদুর্ভাব রয়েছে এবং সেখানে কারো ভ্রমণের পরিকল্পনা আছে, তাদের ভ্রমণের আগে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে সিডিসি।

চিকুনগুনিয়া ভাইরাস আক্রান্ত হওয়ার সবচেয়ে সাধারণ উপসর্গ হলো জ্বর ও জোড়ায় ব্যথা। এছাড়া মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া ও র‌্যাশ দেখা দিতে পারে।

সাধারণত আক্রান্ত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ দেখা দেয় এবং বেশিরভাগ রোগী এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।