https://www.emjanews.com/

12900

surplus

প্রকাশিত

০৮ জানুয়ারী ২০২৬ ২০:২০

অন্যান্য

চট্টগ্রামে তিন শিল্পীর জন্মদিনে পৌষ মিলন মেলা

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ২০:২০

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নন্দিত সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ চট্টগ্রামের তিন গুণী শিল্পী আব্দুর রহিম, মোস্তফা কামাল ও সুবর্না রহমানের জন্মদিন উপলক্ষে সংগঠনের নাসিরাবাদ কার্যালয়ে আয়োজন করে পৌষ মিলন মেলা।

গেলো মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশিষ্ট সাংবাদিক কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শিল্পীদের মিলনমেলা অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ।

শিল্পীত্রয়কে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. প্রফেসর আনোয়ার সাঈদ, সংগীত পরিচালক ও শিল্পী আক্তার হোসেন কিরণ, শিল্পী শাকিলা জাহান, বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক পাপিয়া আহমেদ, শিল্পী তাপস বড়ুয়া, শিল্পী ইকবাল পিন্টু, শিল্পী দিদারুল ইসলাম, শিল্পী রিনা দাস, শিল্পী নাসিমা আক্তার ডেইজি, শিল্পী মনোয়ার হোসেন ও কলামিস্ট আক্তার কামাল প্রমূখ।

এরপর মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে চট্টগ্রামের জনপ্রিয় শিল্পীরা অংশ নেন।