শিরোনাম
পৌষসংক্রান্তিতে শেরপুরে শতবর্ষী মাছের মেলা তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ফের বাড়তে পারে শীত, ১০ জেলায় তাপমাত্রা নামার আশঙ্কা জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারির উদ্বোধন সিলেটে দোকানে গ্যাস নেই, বাড়িতে বিশাল মজুত : জ রি মা না সিলেটে পৃথক অভিযানে আ-ট-ক তিন : ৬ লাখ টাকা, চো-রা-ই মোটরসাইকেল উ-দ্ধা-র সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে : হয়নি ক্লাস-পরীক্ষা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজের ভূখণ্ড দাবি করল চীন

https://www.emjanews.com/

13027

tourism

প্রকাশিত

১৩ জানুয়ারী ২০২৬ ১৯:৩০

পর্যটন

শক্তিশালী পাসপোর্টে শীর্ষ তিনটিই এশিয়ার

প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬ ১৯:৩০

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষ অবস্থান দখল করেছে সিঙ্গাপুর। হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২৬ অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।

সূচকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, শক্তিশালী পাসপোর্টের শীর্ষ তিনটি অবস্থানই এশিয়ার দেশগুলোর দখলে। সিঙ্গাপুরের পর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখার নিয়ম অনুযায়ী, ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে-যাদের স্কোর ১৮৫। আর পঞ্চম স্থানে অবস্থান করছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যাদের স্কোর ১৮৪।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০০৬ সালের পর থেকে দেশটি ১৪৯টি নতুন ভিসামুক্ত গন্তব্য যুক্ত করেছে এবং র‌্যাংকিংয়ে ৫৭ ধাপ এগিয়েছে।

অন্যদিকে, তালিকার নিচের দিকে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। সূচকের সর্বশেষে ১০১ নম্বরে রয়েছে আফগানিস্তান, যেখানে নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। এর আগে ১০০ নম্বরে সিরিয়া (২৬টি) এবং ৯৯ নম্বরে ইরাক (২৯টি) অবস্থান করছে।

এবারের সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নত হয়েছে। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০ নম্বরে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ও সূচকের প্রণেতা ক্রিশ্চিয়ান এইচ কেলিন বলেন, ‘গত দুই দশকে বৈশ্বিক চলাচল বেড়েছে, তবে এর সুফল সবার জন্য সমান হয়নি। তার মতে, পাসপোর্টের শক্তি এখন সুযোগ, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সূচকে পরিণত হয়েছে।’

উল্লেখ্য, লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ–এর তথ্যের ভিত্তিতে প্রতিবছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে।