শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6821

entertainment

প্রকাশিত

০২ জুলাই ২০২৫ ২১:০৬

বিনোদন

হেরা ফেরিতে ফিরছেন 'বাবু রাও'

শুরু হচ্ছে শুটিং প্রস্তুতি, মুক্তি পেতে পারে ২০২৭ সালে

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ ২১:০৬

‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে দীর্ঘদিনের জল্পনা ও বিরোধের অবসান ঘটেছে।

জনপ্রিয় চরিত্র ‘বাবু রাও’ হিসেবে আবারও ফিরছেন অভিনেতা পরেশ রাওয়াল।

বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে।

পরেশ রাওয়াল বলেন, 'পরিবারে ফিরে ভালো লাগছে। দর্শকের ভালোবাসা অনেক কিছু বোঝায়। আমাদের সেই ভালোবাসার মর্যাদা রাখতে হবে কাজের মাধ্যমে।'

সিনেমাটি পুনরায় একত্রিত করতে মুখ্য ভূমিকা রেখেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আহমেদ খান।

প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা বলেন, 'সাজিদ ভাই ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। আহমেদ খানও অনেক সহায়তা করেছেন। অক্ষয়জি, প্রিয়দর্শনজি, পরেশজি ও সুনীলজিও পাশে ছিলেন।'

তবে এই সিদ্ধান্তে পৌঁছাতে সহজ সময় কাটেনি।

পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে মামলা করে। আইনি ঝামেলা এড়াতে তিনি অগ্রিম নেওয়া ১১ লাখ রুপি ফেরত দেন, তার সঙ্গে সুদ ও অতিরিক্ত ক্ষতিপূরণও প্রদান করেন।

এর আগে গুজব ছিল, পরেশ রাওয়াল সৃজনশীল মতবিরোধের কারণে সিনেমাটি ছাড়ছেন।

তবে গত ১৮ মে এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, এই সিদ্ধান্তের পেছনে প্রিয়দর্শনজির সঙ্গে কোনো বিরোধ ছিল না। তাঁর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।

পরিচালক প্রিয়দর্শনের তত্ত্বাবধানে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং শেষ হতে পারে ২০২৬ সালের মাঝামাঝি, আর মুক্তি পেতে পারে ২০২৭ সালে।

সিনেমাটি বলিউডের অন্যতম আলোচিত রিইউনিয়ন হিসেবে ধরা হচ্ছে।