‘আমি কাউকে ছোট করতে চাইনি’-জাহিদ হাসান
আমরাও শাকিবকে ভালোবাসি,একজন শিল্পী যখন জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান, তখন তার নামই যথেষ্ট।
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ ১১:৪৮

ছবি: সংগ্রহ
সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নামের আগে ব্যবহৃত ‘মেগাস্টার’ শব্দ নিয়ে মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন অভিনেতা জাহিদ হাসান। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা উৎসব-এর সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে এক লাইভ টক শোতে তিনি বলেন, শাকিবের নামের আগে ‘মেগাস্টার’ শব্দটি তার কানে লাগে।
জাহিদ হাসানের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শাকিব ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে তাকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। এই পরিস্থিতিতে ফের মুখ খুললেন জাহিদ হাসান।
গণমাধ্যমে দেওয়া সর্বশেষ প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি আসলে সঠিকভাবে বোঝাতে পারিনি। আমি বলতে চেয়েছিলাম, একজন শিল্পী যখন জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান, তখন তার নামই যথেষ্ট। যেমন: টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান কিংবা মেরাডোনা ,তাদের নামের আগে আলাদা বিশেষণ লাগে না।’
তিনি আরও বলেন, ‘আমি কাউকে ছোট করতে চাইনি। আমি পাগল নাকি! আমি নিজেই অনেক ছোট মানুষ। কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। শুধু বোঝাতে চেয়েছিলাম, মানুষের নামেই তার সম্মান নিহিত থাকে।’
শাকিব ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘তাদের আবেগকে আমি সম্মান করি। ভক্তরা মন খারাপ করেছে, এটাও এক ধরনের ভালোবাসা। তারা যদি আমার বক্তব্যের মর্ম বুঝতে পারতেন, তাহলে শাকিব খান আরও সম্মান পেত-আমি সেটিই বলতে চেয়েছি। কারণ, আমরাও শাকিবকে ভালোবাসি।’
প্রসঙ্গত, কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমাটি বক্স অফিসে সফলতা পেয়েছে। ছবিটিতে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। সিনেমাটি মুক্তির চতুর্থ সপ্তাহে এসে শাকিব খানের তাণ্ডব সিনেমাকেও ব্যবসার দিক থেকে ছাড়িয়ে গেছে।
‘মেগাস্টার’ শব্দ ব্যবহারকে কেন্দ্র করে উদ্ভূত এই বিতর্কে শেষ পর্যন্ত জাহিদ হাসান শান্ত বার্তাই দিয়েছেন, ভক্তদের ভালোবাসাকে সম্মান জানিয়ে এবং ভুল বোঝাবুঝির অবসান কামনা করে।