শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6876

entertainment

প্রকাশিত

০৪ জুলাই ২০২৫ ১২:৩৭

বিনোদন

সিনেমা

জয়ার ‘ডিয়ার মা’-এর ট্রেলারে অমিতাভ বচ্চনের প্রশংসা

আলোচনার কেন্দ্রে সিনেমা ও অভিনেত্রী

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ ১২:৩৭

ছবি: সংগ্রহ

আসন্ন সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার মুক্তির পরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। তবে সব আলোচনার কেন্দ্রে এখন একটাই বিষয়, অমিতাভ বচ্চন নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার ট্রেলার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীদের। বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত এই সিনেমা ১৮ জুলাই মুক্তি পাচ্ছে।

শুক্রবার সকালে ট্রেলারটি শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন, ‘টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সবসময়।‘তার এই পোস্টে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নেটিজেনরা অভিনেত্রী জয়া আহসানকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন।

প্রতিক্রিয়ায়  জয়া বলেন,  ‘অমিতাভ বচ্চন যখন এটি শেয়ার করেছেন, সত্যিই এটা বিশাল পাওয়া। এখন ছবির দায়িত্ব আরও বেড়ে গেল। ’ 

৩ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে ফুটে উঠেছে এক মা ও মেয়ের সম্পর্কের জটিলতা।‘ রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?’ এই প্রশ্নকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘ডিয়ার মা’ সিনেমার গল্প।

শুরুর দৃশ্যে মেয়েকে দাবা খেলতে দেখা যায়, মা তা লক্ষ্য করছেন। মনে হয়, মেয়েটি হয়তো জয়ার নিজের সন্তান নয়। তাদের সম্পর্কের মাঝে রয়েছে এক রহস্যঘেরা দূরত্ব, যা পরিণত হয় তীব্র বিরোধে। একপর্যায়ে মেয়ে হারিয়ে যায়। জয়া পুলিশের (শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্র) কাছে মিসিং ডায়েরি করেন। এরপরই শুরু হয় গল্পের রহস্য উন্মোচন।

সিনেমাটি দর্শকদের সামনে একাধিক প্রশ্ন তুলে ধরে- মা-মেয়ের সম্পর্ক কি শুধুই নিঃস্বার্থ ভালোবাসা? কোনো গোপন ইতিহাস কি এই সম্পর্কের অন্তরালে লুকিয়ে আছে? যেখানে রক্তের সম্পর্ক নেই, সেখানে কি ভালোবাসা জয়ী হতে পারে?

এই প্রশ্নগুলোর উত্তর মিলবে সিনেমা হলে ১৮ জুলাই। জয়ার ব্যস্ত সময়, পরপর চারটি সিনেমা ‘ডিয়ার মা’ হচ্ছে চলতি তিন মাসে জয়া আহসানের চতুর্থ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এর আগে, ১৬ মে মুক্তি পায় পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’,

এবারের ঈদে মুক্তি পায় ‘তাণ্ডব’ ও ‘উৎসব’, বর্তমানে তিনি কলকাতায় কৌশিক গাঙ্গুলীর নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিংয়ে ব্যস্ত।

‘ডিয়ার মা’তে জয়ার সঙ্গে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন। এটি নির্মাণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, যিনি এর আগে জয়াকে নিয়ে হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ নির্মাণ করেন।    
জয়া আহসান এক দশকের বেশি সময় ধরে দুই বাংলায় নিজের অভিনয় ও শিল্পমানের কারণে প্রশংসিত হয়ে আসছেন। আর ‘ডিয়ার মা’ শুধু একটি সিনেমা নয়, এটি এক অনন্য সামাজিক ও আবেগঘন গল্প বলার প্রয়াস- যা এখন পেয়েছে অমিতাভ বচ্চনের স্বীকৃতি। এই সিনেমা ঘিরে তৈরি হওয়া আলোচনা প্রমাণ করে, কনটেন্ট-নির্ভর গল্প বলার মাধ্যম হিসেবে বাংলা সিনেমা আবারও নবজন্ম নিচ্ছে।