
ছবি- গুগল
২০০ কোটি রুপি অর্থ পাচার মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আবারও আইনি জটিলতায় পড়েছেন।
অভিযুক্ত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের জেরে তিনি এই মামলার কেন্দ্রে চলে আসেন।
দিল্লি হাইকোর্টে জামিন চেয়ে করা আবেদন বৃহস্পতিবার (৩ জুলাই) বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চ খারিজ করে দিয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানিয়েছে, জ্যাকুলিন সুকেশের কাছ থেকে শুধু উপহার হিসেবে নিয়েছেন ৫ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৪২ রুপি মূল্যের সামগ্রী, তাছাড়া নিজের ভাই ও বোনের নামে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে যথাক্রমে ১ লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলীয় ডলার স্থানান্তরের অনুরোধও করেছিলেন।
অভিনেত্রী অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন, সুকেশের প্রকৃত পরিচয় এবং তার দেওয়া উপহারের আর্থিক উৎস সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তিনি বরাবর সুকেশকে ‘প্রতারক’ বলে আখ্যা দিয়েছেন এবং অভিযোগ করেছেন, সুকেশ তাঁকে ফাঁসিয়েছেন।
তবে ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় জ্যাকুলিন তথ্য গোপন করেছেন এবং জেনেশুনেই সুকেশের অপরাধমূলক অর্থ ব্যবহার করেছেন। এমনকি সুকেশ গ্রেপ্তার হওয়ার পর জ্যাকুলিন নিজের মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট তথ্যগুলো মুছে ফেলেছিলেন বলেও তদন্তে উঠে এসেছে।
এই পরিস্থিতিতে অভিনেত্রীর বিরুদ্ধে মামলাটি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা।