শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6986

entertainment

প্রকাশিত

০৭ জুলাই ২০২৫ ১১:৫২

বিনোদন

ঈদের চমক ‘উৎসব’: ২৯ দিনেই ৫ কোটি টাকার টিকিট বিক্রি!

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ ১১:৫২

ছবি: সংগ্রহ

চলতি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দর্শকপ্রত্যাশার শীর্ষে ছিল ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’। তবে সবার হিসাবকে পাল্টে দিয়ে চমক দেখিয়েছে পারিবারিক ঘরানার তারকাবহুল সিনেমা ‘উৎসব’। ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ এই ব্যতিক্রমী ট্যাগলাইনের সিনেমাটি পেয়েছে সব বয়সী দর্শকের দারুণ সাড়া। মুক্তির পর দিন যত যাচ্ছে, ‘উৎসব’ নিয়ে দর্শকের আগ্রহ ততই বাড়ছে। সিনেমাটি মুক্তির ২৯ দিনের মাথায় দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে এর টিকিট বিক্রি ছাড়িয়েছে ৫ কোটি টাকা, যা ঈদের সিনেমাগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।

সিনেমাটির এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক তানিম নূর। তিনি বলেন, `দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, সেটা সত্যিই অভূতপূর্ব। ‘উৎসব’ যেন নিজেই একটি উৎসবে পরিণত হয়েছে। শোগুলো প্রতিদিন হাউসফুল যাচ্ছে। দর্শকরা সিনেমাটি দেখে নিজেদের মতো করে গল্প বলছেন, ছড়িয়ে দিচ্ছেন।'

তিনি আরও বলেন, `আমরা শুরু থেকেই বলে আসছি, এই সিনেমা পরিবার ছাড়া দেখা নিষেধ। কিন্তু যে দর্শকরা আসছেন, সবাই পরিবার নিয়েই সিনেমা উপভোগ করছেন।'

‘উৎসব’-এর গল্প যৌথভাবে লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।
অভিনয়ে আছেন বাংলা নাটক ও সিনেমার বহু পরিচিত মুখ- জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

‘উৎসব’ সিনেমাটি প্রমাণ করেছে, গল্প ও অভিনয়ের শক্তিই দর্শকের হৃদয়ে স্থান করে নিতে পারে ,তা যত বড় প্রেক্ষাপটেই হোক।