শিরোনাম
পৌষসংক্রান্তিতে শেরপুরে শতবর্ষী মাছের মেলা তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ফের বাড়তে পারে শীত, ১০ জেলায় তাপমাত্রা নামার আশঙ্কা জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারির উদ্বোধন সিলেটে দোকানে গ্যাস নেই, বাড়িতে বিশাল মজুত : জ রি মা না সিলেটে পৃথক অভিযানে আ-ট-ক তিন : ৬ লাখ টাকা, চো-রা-ই মোটরসাইকেল উ-দ্ধা-র সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে : হয়নি ক্লাস-পরীক্ষা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজের ভূখণ্ড দাবি করল চীন

https://www.emjanews.com/

12852

entertainment

প্রকাশিত

০৬ জানুয়ারী ২০২৬ ২০:৪২

বিনোদন

১০ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬ ২০:৪২

ছবি: সংগৃহীত

ঢাকায় আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব সত্ত্বেও আয়োজকরা উৎসবের প্রস্তুতি শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন।

গত সোমবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে উৎসবের পূর্ণাঙ্গ সময়সূচি। এবারের উৎসবে মোট ১১টি বিভাগে বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে নির্বাচিত ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের সিনেমা প্রদর্শিত হবে। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’।

উৎসবের মূল ভেন্যুতে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায়। এরপর বিকেল সাড়ে ৫টায় এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’, এবং সন্ধ্যা ৭টায় ইরানের ‘উইদাউট মি’ প্রদর্শিত হবে।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগে ৯টি দেশীয় সিনেমা স্থান পেয়েছে। এগুলো হলো- ‘নয়া মানুষ’ (সোহেল রানা বয়াতী), ‘উড়াল’ (জোবাইদুর রহমান), ‘ধামের গান’ (বিপ্লব কুমার পাল বিপু), ‘নয়া নোট’ (অনন্য প্রতীক চৌধুরী), ‘আগন্তুক’ (সুমন ধর), ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ (আহমেদ হাসান সানি), ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ (মনিরুল হক), ‘দ্য স্টোরি অব আ রক’ (জ্যাক মির), ‘উৎসব’ (তানিম নূর)

উৎসব ৯ দিনব্যাপী চলবে এবং ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে সমাপ্ত হবে।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ‘চায়নিজ ফিল্ম উইক’ শিরোনামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে।