শিরোনাম
ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5360

international

প্রকাশিত

১৭ মে ২০২৫ ১৪:১৬

আপডেট

১৭ মে ২০২৫ ১৪:১৯

আন্তর্জাতিক

নিউইয়র্কে ৩৯তম আটলান্টা ফোবানার হোস্ট কমিটির গণসংযোগ সম্পন্ন

প্রবাসীদের বন্ধন আরও দৃঢ় হবার প্রত্যাশা।

প্রকাশ: ১৭ মে ২০২৫ ১৪:১৬

ছবি: ইমজা নিউজ

ইএন রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফলভাবে সম্পন্ন হয়েছে ৩৯তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির তিন দিনের গণসংযোগ কার্যক্রম। ফোবানার মূলধারার আয়োজক হিসেবে আটলান্টা ফোবানাই স্বীকৃত, যা বিগত ৩৮ বছর ধরে নিরবিচারে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে।

আগামী লেবার ডে উইকেন্ডে ২৯, ৩০ ও ৩১ আগস্ট জর্জিয়া অঙ্গরাজ্যের গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ মিলনমেলা – ৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫। এবার আয়োজনের দায়িত্বে রয়েছে আটলান্টার বাংলা ধারা সংগঠন।

হোস্ট কমিটির সদস্যরা ইতিমধ্যেই আটলান্টা, বাংলাদেশ, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কে ‘মিট অ্যান্ড গ্রিট ও প্রচার কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ জাগিয়ে তুলেছেন। এর ধারাবাহিকতায় ৯, ১০ ও ১১ মে নিউইয়র্ক সফরে আসেন ফোবানা হোস্ট কমিটির একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

সফরকালে হোস্ট কমিটির প্রতিনিধিরা প্রথমদিন ঠিকানা টিভি এবং উৎসব ডট কম-এর সাথে মতবিনিময় করেন। পাশাপাশি, নিউইয়র্কের বিভিন্ন স্পনসরদের সঙ্গে মতবিনিময় ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর জানান, নিউইয়র্ক থেকে এ বছর বেশ কয়েকটি সংগঠন সম্মেলনে অংশগ্রহণ করবে।


১০ মে শনিবার, নিউইয়র্কে হোস্ট কমিটি ও এক্সিকিউটিভ কমিটি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন নিউইয়র্কের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা। সভায় ফোবানা কর্মকর্তারা আসন্ন সম্মেলনের প্রস্তুতি তুলে ধরেন এবং সংবাদকর্মীদের কাছ থেকে গঠনমূলক মতামত ও পরামর্শ গ্রহণ করেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,আবীর আলমগীর, এক্সিকিউটিভ সেক্রেটারি, ফোবানা সেন্ট্রাল কমিটি (নিউইয়র্ক), নাহিদুল খান সাহেল, কনভেনর, ৩৯তম ফোবানা (আটলান্টা), মাহবুবুর রহমান ভূঁইয়া, মেম্বার সেক্রেটারি (আটলান্টা), ডিউক খান, হোস্ট প্রেসিডেন্ট (আটলান্টা), কাজী নাহিদ, কো-কনভেনর নার্গিস আহমেদ, উপদেষ্টা, ফোবানা অ্যাডভাইজারি কমিটি (নিউইয়র্ক)
এবারের সম্মেলনে উত্তর আমেরিকার ২৪টি শহর থেকে ৮৭টি সংগঠন অংশগ্রহণ করবে এবং প্রায় ৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়াও আরও ৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্প ব্যক্তিত্বরাও অংশগ্রহণ করবেন।


ফোবানা কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়, এটি উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। ৩৯তম ফোবানা সম্মেলন প্রবাসীদের সেই বন্ধনকে আরও দৃঢ় করবে – এটাই সকলের প্রত্যাশা।