ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস কর্মী হত্যায় অভিযুক্ত রদ্রিগেজের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রকাশ: ২৩ মে ২০২৫ ১২:২৫

ছবি: সংগ্রহ
ইএন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় এলিয়াস রদ্রিগেজ (৩১) নামে এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে প্রথম-ডিগ্রির দুটি হত্যার অভিযোগসহ মোট ছয়টি অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এক ফেডারেল আদালতে এসব অভিযোগ আনা হয়।
ঘটনাটি ঘটে বুধবার রাতে ক্যাপিটাল জুইশ মিউজিয়ামের কাছে। নিহতরা হলেন ইয়ারন লিসচিনস্কি (৩০) ও সারা লিন মিলগ্রিম (২৬)—একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তারা হামলার শিকার হন। এ যুগল অচিরেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল এবং আরব-ইহুদি মৈত্রীর লক্ষ্যে কাজ করছিলেন।
গ্রেপ্তারের পর রদ্রিগেজ পুলিশের কাছে বলেন, “আমি এটা ফিলিস্তিন ও গাজার জন্য করেছি।” প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তারের সময় তিনি “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিচ্ছিলেন।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জ্যানিন পিরো জানান, এটি ঘৃণাজনিত অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে এবং রদ্রিগেজের বিরুদ্ধে আনা অভিযোগসমূহ মৃত্যুদণ্ডযোগ্য।
এ ঘটনার পর বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।