শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার এক্টিভিটিস যাচাই করবে যুক্তরাষ্ট্র
সাময়িকভাবে সকল বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রমে বিরতি
প্রকাশ: ২৮ মে ২০২৫ ১০:৪১

ছবি: সংগ্রহ
ইএন ডেস্ক: যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে সকল বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রমে বিরতি দিয়েছে এবং নতুন আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাইয়ের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এক নির্দেশনায় বিশ্বের সকল মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে নতুন শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার আপাতত স্থগিত রাখতে বলেছেন।
পলিটিকো পত্রিকার একটি অভ্যন্তরীণ কেবলের বরাতে জানা গেছে, “সোশ্যাল মিডিয়া যাচাইয়ের প্রসার ঘটানোর প্রস্তুতির অংশ হিসেবে, দূতাবাসগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিসার সাক্ষাৎকারের জন্য সময় বরাদ্দ না করতে বলা হয়েছে।”
এই সিদ্ধান্তের ফলে আগামী সেমিস্টারে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনায় থাকা হাজার হাজার বিদেশি শিক্ষার্থী পড়েছেন অনিশ্চয়তার মুখে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ আন্তর্জাতিক শিক্ষা খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের আগমন হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে।