যুক্তরাষ্ট্র
টেক্সাসে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু
নিখোঁজ আরও অনেকে
প্রকাশ: ১৪ জুন ২০২৫ ১৬:০৮

ছবি- সংগ্রহ
ইএন ডেস্ক।। দক্ষিণ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান আন্তোনিও শহর।
ওয়াশিংটন থেকে এএফপির খবরে বলা হয়, স্থানীয় সম্প্রচারমাধ্যম KENS 5 জানায়, বৃহস্পতিবার সকালে প্রবল বৃষ্টিতে সান আন্তোনিও শহরের রাস্তাগুলো পানিতে ডুবে যায়। আকস্মিক বন্যার স্রোতে বহু যানবাহন ভেসে গিয়ে পাশের খালে পড়ে যায়।
সান আন্তোনিও ফায়ার ডিপার্টমেন্ট জানায়, এখনো নিখোঁজদের মধ্যে অন্তত চারজনের মৃতদেহ উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার বিকেল নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
শহরের মেয়র রন নিরেনবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, 'এই সপ্তাহে আকস্মিক বন্যায় আমরা যাদের হারিয়েছি, সেইসব পরিবার ও তাদের প্রিয়জনদের খোঁজে যাঁরা রয়েছেন, আমাদের হৃদয় তাঁদের সঙ্গে রয়েছে।'
তিনি আরও বলেন, 'আমি ব্যক্তিগতভাবে সান আন্তোনিওর ফার্স্ট রেসপন্ডার ও তাঁদের পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা উদ্ধার তৎপরতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।'
এদিকে, আবহাওয়া কর্মকর্তারা টেক্সাসে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। জরুরি বিভাগের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
ইএন/এআর।