মধ্যপ্রাচ্য সংকটে
জি-৭ ছাড়লেন ট্রাম্প ও রুবিও
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন কংগ্রেস সদস্যরা
প্রকাশ: ১৭ জুন ২০২৫ ১১:১০

ছবি- সংগ্রহ
ইএন ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে জি-৭ সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার রাতে সিবিএস নিউজের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
জি-৭ সম্মেলনটি কানাডায় অনুষ্ঠিত হলেও ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে পরিস্থিতির অবনতি হওয়ায় আগেভাগেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ফিরে যাচ্ছে।
এদিকে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন কংগ্রেস সদস্যরা। ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না এক্সে দেওয়া পোস্টে বলেন, যুদ্ধে জড়ানোর আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।
রিপাবলিকান সদস্য থমাস ম্যাসি ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ নামে একটি প্রস্তাব আজ কংগ্রেসে উত্থাপন করবেন। এছাড়া বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজসহ আরও কয়েকজন আইনপ্রণেতা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিরোধিতা করেছেন।