শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

6475

international

প্রকাশিত

২২ জুন ২০২৫ ১৬:১৬

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য

পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তদন্ত দাবি তেহরানের

তেল আবিবে ইরানের হামলা, ১১ জন আহত |

প্রকাশ: ২২ জুন ২০২৫ ১৬:১৬

ছবি- সংগ্রহ

ইরানের পাল্টা হামলায় আজ রোববার সকালে ইসরায়েলের তেল আবিবসহ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএম) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ১০টি স্থানে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন।

গত শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহানে একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবেই আজ ইরান এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক্স (টুইটার)–এ প্রকাশিত ছবিতে হামলার দৃশ্য তুলে ধরেন।

এদিকে, মার্কিন হামলার ঘটনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (IAEA) তদন্তের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি-কে পাঠানো এক চিঠিতে হামলার নিন্দা জানান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন।

এসলামি চিঠিতে অভিযোগ করেন, রাফায়েল গ্রোসি “নিষ্ক্রিয়তা ও দুষ্কর্মে পরোক্ষ সহায়তা করছেন”। তিনি জানান, ইরান আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

IAEA প্রধান রাফায়েল গ্রোসি রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ইরানের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সোমবার জরুরি বৈঠকে বসবে সংস্থার বোর্ড অব গভর্নরস।

রয়টার্স প্রকাশিত ছবিতে তেল আবিবের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা দেখা যায়।